উত্তর দিঘলদী রাড়ীর হাট নেছারিয়া দাখিল মাদ্রাসাটি 1977 সালে আমার বাবা বিশিষ্ট সমাজ সেবক, শিক্ষানুরাগী, মরহুম মোজাম্মেল হক মিয়া ও হাজী সামসুল হক এবং হাফেজ দীন মোহাম্মদসহ অন্যান্য স্থানীয় বিশিষ্টজনদের প্রচেষ্টা ও পৃষ্ঠপোষকতায় প্রাথমিকভাবে প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা লাভ করে। হাটি হাটি পা পা করে আজ জেলার উল্লেখ যোগ্য এবং দৃষ্টি নন্দন শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে রূপ লাভ করেছেন। এই প্রতিষ্ঠান হতেই শিক্ষা গ্রহণ করে আমাদের সমাজের বিভিন্ন স্তরের ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিল ও শিক্ষক সহ বহুগুনী ব্যক্তিত্ব সমাজসেবায় বিভিন্ন বিশেষ অবদান রাখছে। অত্র প্রতিষ্ঠানটির নামে একটি ওয়েবসাইট খোলায় সংশ্লিষ্ট কল কর্তৃপক্ষকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আমি প্রতিষ্ঠানটির উত্তরোত্তর সাফল্য কামনা করছি।

সৈয়দ মোঃ নজরুল ইসলাম শিক্ষানুরাগী সদস্য উত্তর দিঘলদী রাড়ীর হাট নেছারিয়া দাখিল মাদ্রাসা