প্রতিষ্ঠানের ইতিহাস

  • প্রতিষ্ঠানের নাম :
    উত্তর দিঘলদী রাড়ীর হাট নেছারিয়া দাখিল মাদ্রাসা
  • প্রতিষ্ঠার সন :
    1977
  • EIIN নং :
    101161
  • মোবাইল নম্বর :
    01309101161
  • ইমেইল :
    udrhndm101161@gmail.com
  • ওয়েবসাইট :
    https://udrhndm.edu.bd
  • ঠিকানা :
    উত্তর দিঘলদী - ৮৩০০, উপজেলা: ভোলা সদর, জেলা: ভোলা

‘‘প্রতিষ্ঠান প্রতিষ্ঠার সংক্ষিপ্ত বিবরন’’

প্রতিষ্ঠানটি ভোলা সদর উপজেলাধীন উত্তর দিঘলদী ইউনিয়নের ০৪ নং ওয়ার্ডের রাড়ীর হাট বাজার সংলগ্ন স্থানে ১৯৭৭ ইং সালে স্থাপিত হয়। তৎকালীন জনাব আলহাজ¦ মোঃ সামছুল হক সাহেব এর নিজস্ব উদ্দ্যোগে এবং স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গের সহায়তায় প্রাথমিক ভাবে একটি হাফিজি মাদ্রাসা প্রতিষ্ঠা করেন, স্থানীয় ভাবে সকলের সহযোগিতায় মাদ্রাসাটি পরিচালিত হয়। উক্ত মাদ্রাসার উপর ভিত্তি করেই ১৯৭৭ ইং সনে ২রা জানুয়ারী মাদ্রাসাটি দাখিল মাদ্রাসায় রূপান্তরিত করা হয়। মাদ্রাসাটি ০১/০১/১৯৮৬ ইং তারিখে স্বীকৃতি লাভ করে ০১/০৩/১৯৮৬ ইং সালে এমপিও ভুক্ত হয়। হাটি হাটি পা-পা করে বর্তমানে ভোলা জেলার প্রতিষ্ঠান গুলোর মধ্যে একটি বিশেষ বৈশিষ্ঠ্য মন্ডিত শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে শিক্ষা বিস্তারে বিশেষ ভূমিকা রেখে অন্যতম একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে গড়ে উঠেছে। পারিপাশির্^ক অবস্থার প্রেক্ষাপটে এই মাদ্রাসায় লেখা পড়ার পাশাপাশি বিভিন্ন সহ পাঠক্রমিক কার্যাবলী পরিচালিত হয়। ২০১৭ ইং সালে শিক্ষা মন্ত্রনালয়ের সেসিপ কর্তৃক একটি ল্যাব অত্র প্রতিষ্ঠানে স্থাপিত হয়।